Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কবি, সাহিত্যিক ও নাট্যকার

কবি, সাহিত্যিক ও নাট্যকার লিটন আব্বাস

পুরো নাম: মোহাম্ম্‌দ কামরুল ইসলাম লিটন আব্বাস

(লেখক নাম : লিটন আব্বাস)

জন্ম তারিখ: ২৫ ফেব্রম্নয়ারি’১৯৭৫ ইং

বাবা : ডা: মোহাঃ আব্বাস উদ্দিন, মা: শাহিদা বেগম।

পৈতৃক আবাস : দুর্গাপুর, নন্দলালপুর ইউনিয়ন, কুমারখালী, কুষ্টিয়া।

 

পড়াশুনা: দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী, দুর্গাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণী এরপর ঐতিহ্যবাহী কুমারখালী এম.এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন বিজ্ঞান বিভাগ থেকে, কুষ্টিয়া সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও কুমারখালী কলেজ থেকে স্নাতক পাস করেন। ঢাকা কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। কুমারখালী জগন্নাথপুর আইডিয়াল কলেজে অধ্যাপনা করছেন।

প্রকাশিত গ্রন্থ' : গড়াই পাড়ের কবিতা (সম্পাদিত কাব্যগ্রন্থ' ’২০০১), তিনটি নাটক : আরেকটি যুদ্ধ-আরেকটি শানিত্মর মিছিল, স্বাধীনতা আমার জন্য, খোড় (নাট্যগ্রন'’ ২০১১)।

সম্মাননা : জুলমত আলী ফাউ-েশন পদক (২০০৭), দি সান সম্মাননা (২০১২)।

মঞ্চ ও পথনাটক: ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্তলিটন আব্বাস মঞ্চ ‌ও পথ নাটক লিখেছেন ৮টি। “আরেকটি যুদ্ধ -‘আরেকটি শান্তিরমিছিল, স্বাধীনতা আমার জন্য, ন্যাড়া বেলতলায় রে, ভাল্লুখের হাতে খুনতা, ঘটক নিয়োগ বিজ্ঞপ্তি, বর বিক্রির বাতান, ফ্রি, খোড়’’।  তার লেখা মঞ্চ নাটক ‘ন্যাড়া বেল তলায় রে’ ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্তরাজবাড়ী, সাভার, ঢাকার বিভিন্ন অঞ্চলে একাধিকবার মঞ্চস' হয়েছে। উলেস্নখ্য সাভার ব্যাংক টাউন, গুলশান, ফার্মগেট কলমিলতা বাজার, কচিকাঁচা মিলনায়তন, টিএসসি, প্রেসক্লাব, নিউমার্কেট এলাকায় এই নাটকটি মঞ্চায়ন হয়েছে।

টিভি নাটক: টিভি নাটকেও তার পদচারণা লক্ষ্্যকরা যায়। তার লেখা বহুল প্রশংসিত ‘কাউন্টার মাস্টার’ নাটক  গত ৮ জুন’২০১২ সালে আরটিভিতে প্রচারিত হয়েছে। এছাড়াও তার ধারাবাহিক নাটক ঘাট-অঘাট (কচুরবনে পুষ্প ফুল), এক ঘন্টার নাটক ‘কাটিং মাস্টার প্রচারের অপেক্ষায় রয়েছে।

পরিচালনা :১৯৯৬ সালে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক নাট্য প্রতিযোগিতায় তার লেখা-‘‘ন্যাড়া বেল তলায় রে’ নাটকে নির্দেশনা দেন। এছাড়া‌ও টিভি নাটক-‘এক অদ্ভূত দ্বীর্ঘশ্বাস’ পরিচালনা করেছেন।

সোনালী হস্তশিল্প পরিদর্শন করছেন কলকাতা (ইণ্ডিয়া) থেকে আগত সাহিত্যিক শুভ প্রসন্ন এ সময় উপস্থিতছিলেন সোনালী হস্তশিল্পের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন, নাট্যকার, কলামিস্ট লিটন আব্বাস প্রমুখ।

 

ছড়াকার মুজিব আলম

লেখক পরিচিতিঃ

মোহাম্মদ মুজিব আলম

জন্মঃ ৪ঠা সেপ্টেম্বর ১৯৭১ ইং

দুর্গাপুর, কুমারখালী, কুষ্টিয়া

পিতা-মোহাম্মদ মুনতাজ আলী 

মাতা- রোকেয়া বেগম

 

দেশের বিভিন্ন সাহিত্য-সাময়িকী ও

সাহিত্য-ম্যাগাজিনের পাশাপাশি দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা,

দৈনিক জনকষ্ঠ, আজকের কাগজ, ধান শালিকের দেশ, সবুজ পাতা’য় 

তাঁর ছড়া ও কবিতা প্রকাশিত হয়েছে।

 

উল্লেখ্য, লেখক ১৯৯৭ সালে বাংলা একাডেমির তরুণলেখক প্রকল্পে

শিশু-সাহিত্য বিষয়ে বিশেষ গবেষণামূলক প্র্রশিক্ষণে অংশ নেন।

 

 

web developer (Amran Hossain Arif, Nandolalpur u.p. 01715-079323)