নন্দলালপুর ইউনিয়নের অবস্থান ও পরিচিতি |
নন্দলালপুর ইউনিয়নের পূর্বে কুমারখালী পৌরসভা পশ্চিমে কয়া দক্ষিণে যদুবয়রা উত্তরে শিলাইদহ ইউনিয়ন অবস্থিত। অত্র ইউনিয়নের আয়তন ২৭ বর্গ কিলোমিটার। এই ইউনিয়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাস করে। যেমনঃ কৃষক,তাঁতী, কামার, কুমোর ও জেলে সম্প্রদায়। ইউনিয়নের শিক্ষার হার ৬৫%। এখানে মৌজার সংখ্যা ১৯টি এবং গ্রামের সংখ্যা ২০টি। বর্তমানে ভোটার সংখ্যা ২৩,০০০ হাজার প্রায় এবং মোট জন সংখ্যা ৪০,০০০ হাজার প্রায়। মাধ্যমিক স্কুলের সংখ্যা ৫টি, কলেজ ১টি, বিপিএড কলেজ ১টি, বিএড কলেজ ১টি, কৃষি কলেজ ১টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭টি, রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ৪টি, ইফতেদায়ী মাদ্রাসা ১টি, দাখিল মাদ্রাসা ১টি। মসজিদ ২৫টি, মন্দির ২টি। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS