প্রখ্যাত ব্যক্তি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর শিক্ষাপল্লীর রুপকার প্রখ্যাত ব্যক্তি হিসাবে অদ্বিতীয় শিল্পপতি, সমাজ সেবক, শিক্ষানুরাগী, দানবীর, আলহাজ্ব ড. আলাউদ্দিন আহমেদ। এই ইউনিয়নের একটি গ্রাম নিভৃত পল্লী চকরঘুয়ায় (বর্তমান আলাউদ্দিন নগর) তাঁর জন্ম। শিক্ষানুরাগী এই নিভৃত পল্লীতে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে তিনি গড়ে তুলেছেন অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে এই চকরঘুয়া গ্রামটির নাম সংস্কৃত হয়ে তাঁর নামেই পরিচিতি পেয়েছে আলাউদ্দিন নগর শিক্ষাপল্লী হিসাবে। আলাউদ্দিন নগর শিক্ষাপল্লীতে তিনি শুধু মানুষকে জ্ঞানের আলোই ছড়াচ্ছেন না মানুষের কর্মসংস্থানের ব্যবস্থায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে এ অঞ্চলে একটি জৈব সার কারখানা স্থাপন করেছেন (নির্মানাধীন)। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থায় হবেনা, কৃষকের সারের চাহিদা মেটাতেও অগ্রগামী ভূমিকা রাখবে। নিজ এলাকায় শুধু নয় দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করে তিনি শিক্ষানুরাগী বনে গেছেন। শিল্পপতি নিজএলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পপতিষ্ঠান স্থাপন করে নিজেকে শিল্পপতি বনে গেছে। সমাজসেবক তিনি রাস্তাঘাট উন্নয়নসহ সমাজের নির্যাতিত, নিপিড়ীত মানুষের পাশে দাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নিজের নামের আগে সমাজসেবক খেতাবটি অর্জন করেছেন। দানবীন তিনি শুধু নিজের প্রতিষ্ঠানই স্থাপন করেন নাই, এদেশের অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতি সংগঠন ও ক্রীড়া অঙ্গনের উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে নিজেকে সত্যিকারের দানবীরের পরিচয় দিয়ে তাঁর নামের আগে দানবীর খেতাবটি অর্জন করেছেন। তাঁর বাস্তবিক কর্মকান্ডে “কাল্পনিক কাহিনী আলাউদ্দিনের আচার্য্য প্রদীপ’কে” পরাস্ত করেছে। মন্তব্য নন্দলালপুর ইউনিয়নের একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে আমি মনে করি, সমাজসেবক, শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর, আলহাজ্ব ড. আলাউদ্দিন আহমেদ, সমাজ সংস্কারক ও একটি মডেল গ্রামের রুপকার হিসাবে তিনি এদেশের শীর্ষ স্থানে এবং অদ্বিতীয় প্রখ্যাত ব্যক্তি। আরিফ খান উদ্যোক্তা, নন্দলালপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS